চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত জেলার দর্শনা থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দর্শনা থানার শান্তি পাড়ার আমজাদ আলীর ছেলে দর্শনা পৌর যুব লীগ কর্মী ইউনুস (৩৭) , একই থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে বোমা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আব্দুল্লাহ আল মামুন (৩৪)ও একই গ্রামের মরহুম মিরাজুল ইসলামের ছেলে বোমা মামলার তদন্তে প্রাপ্ত আসামি রানা মন্ডল (৩৭)।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানবলী পেনাল কোড ৩/৪ ধারায় মামলা রয়েছে।তাদেরকে রবিবার আদালতে সোপাপর্দ করা হয়েছে।
GIPHY App Key not set. Please check settings