ছবি : সংগৃহীত
in ,

ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ৬ এপ্রিল সকাল থেকে বন্দরে স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রুহুল আমিন জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি বলেন, বিষয়টি অপরদিকে ভারতের মহদিপুর স্থলবন্দর কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও এক্সপোটার্স এসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

এদিকে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

♦ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

প্রধান উপদেষ্টা স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন

প্রধান উপদেষ্টা স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন

নবাবগঞ্জের জানালা ভেঙে পালানো আসামি গ্রেপ্তার

নবাবগঞ্জের জানালা ভেঙে পালানো আসামি গ্রেপ্তার