in ,

আজ আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায়

ছবি : নবযুগ সংগৃহিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা হতে পারে।

রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে।

আবরার হত্যাকাণ্ড: হাইকোর্টের রায় রোববার

উল্লেখ্য, ২০১৯ সালে বুয়েটের শেরেবাংলা হল থেকে উদ্ধার করা হয় আবরার ফাহাদের মরদেহ। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। ২০২১ সালে বিচারিক আদালতের দেওয়া রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা-কর্মী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত ৬ আগস্ট গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিকে গত ২৫ ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

তাপপ্রবাহের ভয়ংকর এপ্রিল মোকাবিলায় প্রস্তুতি কতটা

তাপপ্রবাহের ভয়ংকর এপ্রিল মোকাবিলায় প্রস্তুতি কতটা?

পাকিস্তান ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হারল

পাকিস্তান ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হারল