একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায়ে জানান, মামলার বিচারিক প্রক্রিয়া অবৈধ ছিল এবং চার্জশিট আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করতে রাষ্ট্রপক্ষ চার দিন শুনানি করে। এরপর আদালত রায়ের দিন ধার্য করে।
উল্লেখ, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকশ’ নেতা-কর্মী।
২০১৮ সালের ১০ অক্টোবর এই হামলা মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে ২০১৮ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় আসে। দীর্ঘ শুনানির পর এ বছরের জানুয়ারিতে হাইকোর্টের রায়ে আসামিরা খালাস পান। তবে রাষ্ট্রপক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে, যার শুনানি শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।
GIPHY App Key not set. Please check settings