in ,

লাশ পোড়ানোর ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

লাশ পোড়ানোর ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে
ছবি : সংগৃহীত

ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

তিন পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

এর আগে, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন বিচারিক প্যানেল।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। আগুন দেওয়ার সময় একজন জীবিতও ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। চিফ প্রসিকিউটর জানান, মামলার তদন্ত ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে এবং প্রাথমিক তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

অভিনয়শিল্পী গুলশান আরা আহমেদ

অভিনয়শিল্পী গুলশান আরা আহমেদ আর নেই

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু