in ,

চুয়াডাঙ্গায় একদিনে পৃথক দুর্ঘটনায় ৫ জন নিহত

চুয়াডাঙ্গা : জেলার দামুড়হুদা ও আলমডাঙ্গায় পৃথক তিনটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ও বিকেলে এসব দুর্ঘটনায় ঘটে।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে আলমডাঙ্গা থানা সামনে ব্যাটারিচালিত চলন্ত পাখিভ্যান থেকে ছিটকে পড়ে কালিদাসপুর গ্রামের হান্নান হোসেন (৪৭) নিহত হয়। এদিন রাত ৮ টার দিকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে ডাক্তার দেখিয়ে উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ হাসান (১২) এবং ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের জামাতা ও চেয়ারম্যানের মুরগি খামারের কর্মী পলাশ হোসেন (৪০) আলমডাঙ্গায় ফিরছিলেন। এ সময় নওদাপাড়া এলাকা পৌঁচ্ছালে দ্রæতগতির একটি ট্রাকের ধাক্কায় তারা নিহত হয়।

অপরদিকে, বিকেল ৪ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তারুজ্জামান মোংলা (৫৫) ও আলম হোসেন (৪০) নামে দু’সহোদয়ের মৃত্যু হয়। তারা ওই গ্রামের মৃত ইসাহাক মন্ডলের ছেলে।

নিহত আখতারুজ্জামানের ছেলে সিরাজুল ইসলাম জানান, বিকেলে গরুর জন্য বিদ্যুৎচালিত যন্ত্র দিয়ে ছোট চাচা আলম হোসেন ঘাস কাটছিলেন। এক পর্যায়ে ঘাসকাটার যন্ত্রটি বিদ্যুতায়িত হয়ে পড়লে চাচা আলম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন এ সময় তাকে উদ্ধারের জন্য বাবা (আখতারুজ্জামান) বাড়িতে থাকা হাসুয়া দিয়ে বৈদ্যুতিক তার কাটতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে হন। এরপর চাচা ঘটনাস্থলেই এবং বাবা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে: হাসনাত আব্দুল্লাহ

দেশের এ পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির