in

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন

প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন।

প্রধানমন্ত্রী শরীফ মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আগামীতে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

ঈদ উপলক্ষে অধ্যাপক ইউনূসও পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান।

শরীফ জানান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য এপ্রিল মাসে বাংলাদেশ সফর করবেন।

এর আগে দুটি বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নেতারা ডিসেম্বরে কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনে এবং গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সাক্ষাৎ করেছিলেন।

♦-বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ঈদের দিন সড়ক দুর্ঘটনায়

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের, আহত ২৩

মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন

মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন