ছবি : সংগৃহীত
in ,

গাজায় আরও ৬১ জন নিহত

গাজায় আরও হামলায় ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। সোমবার (২৪ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলের লাগাতার আক্রমণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ১০০ জনে। এছাড়া, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৪০৮ জনে। অনেক মানুষ এখনো বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছেন, কিন্তু অবরুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। এরপর দুই মাস কিছুটা শান্তি বজায় থাকলেও হামাসের সঙ্গে মতবিরোধের জেরে গত সপ্তাহে ফের বিমান হামলা শুরু করে ইসরাইল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, গত সাত দিনে ইসরাইলি বাহিনীর স্থল ও বিমান হামলায় কমপক্ষে ৭৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ হাজার ২০০ জনের বেশি।

জাতিসংঘের মতে, ইসরাইলের আগ্রাসনে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া, উপত্যকাটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইল ইতোমধ্যেই গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

গাজার জনগণের মানবিক সংকট আরও গভীর হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এখনো কার্যকর হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

তাপমাত্রা বেড়েছে

তাপমাত্রা বেড়েছে

খুলনায় গণঅধিকারের সভাপতি নুরসহ ৫ নেতার বিরুদ্ধে ২ মামলা

খুলনায় গণঅধিকারের সভাপতি নুরসহ ৫ নেতার বিরুদ্ধে ২ মামলা