in

প্রাণ গোপালের মেয়ে ছয় ঘণ্টা অবরুদ্ধের পর সেনা সহায়তায় বাসায় ফিরলেন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করে বাসায় পৌঁছ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার দুপুর আড়াইটার পর সেনা সদস্যরা ডা. অনিন্দিতাকে ধানমন্ডিতে তার বাসায় পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে সকাল ৮টায় অফিসে আসার পর থেকে এক দল লোক অনিন্দিতা দত্তকে ক্যান্সার ভবনে তার কার্যালয়ে আটকে রাখেন। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা। কুমিল্লায় ছাত্রজনতার আন্দোলন দমাতে অনিন্দিতা দত্ত অগ্রণী ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

নতুন নাম ঘোষণা ৭ কলেজের

নতুন নাম ঘোষণা ৭ কলেজের

প্রধান উপদেষ্টা সোমবার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন