বিশ্বমঞ্চে বারবার ফিলিস্তিনের নিপীড়িত জনগণের জন্য কথা বলে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারও তার ব্যতিক্রম হয়নি। চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে বিশ্বের ভূরাজনীতি, ভবিষ্যৎ ও বর্তমান বিভিন্ন সংকট নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।
♦বাংলাদেশ ও ড. ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছা
ইউক্রেন রাশিয়া যুদ্ধ সমগ্র বিশ্বকে টালমাটাল পরিস্থিতিতে ফেলে দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অবিলম্বে সংঘাত সমাধানের আহ্বান জানান। গাজা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, গাজায় গণহত্যায় নিন্দার ঝড় তুলেছে বিশ্ব। ফিলিস্তিনের এই সমস্যা শুধুমাত্র আরব বা মুসলিমদের সমস্য নয়। এটা মানবতার ইস্যু।
এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মিয়ানমারের ইস্যু আঞ্চলিক শান্তির জন্য হুমকি। বাংলাদেশ ৭ বছর ধরে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের জন্য কাজ করছে। এর জন্য সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা পোহাচ্ছে বাংলাদেশ।
এছাড়া বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা অপেক্ষাকৃত বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সংঘাত মোকাবিলায় দেশগুলোর এগিয়ে আসা প্রয়োজন।
GIPHY App Key not set. Please check settings