in ,

সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি — নারী-শিশুসহ নিহত ৪

সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি — নারী-শিশুসহ নিহত ৪
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবিতে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে (আছানপুর ও মদনাকান্দি গ্রামের মাঝে) যাত্রীবাহী নৌকাডুবির ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবতী (৫০),নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের কল্পনা সরকার (৫০), কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬), কল্পনার দেবরের মেয়ে অজ্ঞাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মদনাকান্দি গ্রামের সুমন সরকারের ট্রলারে প্রতি শনিবার আশপাশের বিভিন্ন গ্রামের লোকজন মধ্যনগর উপজেলার হাটবারে নিয়ে যাওয়া আসা করেন। ৫০-৬০ জন যাত্রী বাজারে গিয়ে নিজ নিজ প্রয়োজনীয় মালামাল ক্রয় করে ট্রলারে করেই বাড়ি ফিরছিলেন। এর পাশাপাশি ট্রলারে অতিরিক্ত মালামাল বোঝাই ও ছিল। ট্রলারটি উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে (আছানপুর ও মদনাকান্দি গ্রামের মাঝে) এসে ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীগণ পাড়ে উঠলেও দুই নারী ও দুই শিশু ডুবে মারা যান।

ঘটনার পর জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত স্থানে যাচ্ছি লোকমুখে শুনেছি ৪ জন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

জুলাই কন্যারা যুক্তরাষ্ট্রের 'আন্তর্জাতিক সাহসী নারী

জুলাই কন্যারা যুক্তরাষ্ট্রের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পাওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩