দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এই উপলক্ষে সকাল ১০টায় সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেলস্টেশন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম প্রধান অতিথি থেকে সেতুর উদ্বোধন করবেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইট টেরুইউকি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সেতুর উদ্বোধনের ফলে রেলপথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ঢাকা এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্ত হবে।
প্রকল্প পরিচালক আল ফাত্তাহ এম মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং এর সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পর সেতুর ওপর দিয়ে উভয় দিক থেকে ট্রেন চলাচল করবে।
তিনি আরও বলেন, এই সেতুটি অত্যাধুনিক ইস্পাত প্রযুক্তির মাধ্যমে নির্মিত এবং এর স্থায়িত্ব ১০০ বছর হবে। এটি বাংলাদেশের অগ্রগতির একটি প্রমাণ।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে, অতিথিরা ও সংশ্লিষ্টরা সকাল ১১টা ২০ মিনিটে পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সেতু পার হয়ে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের সায়েদাবাদ রেলওয়ে স্টেশনে যাবেন এবং দুপুর ১২টায় ফিরে আসবেন পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ স্টেশনে।
GIPHY App Key not set. Please check settings