in

চারুকলায় শোভাযাত্রার জন্য তৈরি ভাস্কর্যে আগুন

চারুকলায় শোভাযাত্রার জন্য তৈরি ভাস্কর্যে আগুন
ছবি : সংগৃহীত

চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা ভাস্কর্যে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি আয়োজকরা।

শনিবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা ধারণা করছি পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, আগুনে ফ্যাসিবাদ ও কবুতরের যে মোটিভ তৈরি করা হচ্ছিল সেগুলো পুড়ে গেছে। বিশেষ করে ফ্যাসিবাদের প্রতীকটি পুরোপুরি পুড়ে গেলেও কবুতরের প্রতীকের অর্ধেক অংশ পুড়ে গেছে। কাপড় দিয়ে ঘেরা অংশটিরও একটি বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের সূত্রপাত জানতে সিসি ক্যামেরার ফুটেজ চেক করার কার্যক্রম চলছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

দু’জনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় তরমুজ সাদা হওয়ায় বিক্রেতাসহ দু’জনকে কুপিয়ে জখম

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত