in ,

ধোনির আরও আগেই অবসরে যাওয়া উচিত ছিল

ধোনির আরও আগেই অবসরে যাওয়া উচিত ছিল
ছবি : সংগৃহীত

মাহেন্দ্র সিং ধোনি ২০২৫ সালের আইপিএলেও উইকেটের পেছনে গ্লাভস হাতে কারিশমা দেখাচ্ছেন। তবে ব্যাট হাতে চেনা ছন্দে নেই তিনি। আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচেও চমক দেখাতে পারেননি ধোনি। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ভারতের সাবেক ব্যাটার মনোজ তিওয়ারির ভাষ্য, আরও আগেই অবসরে যাওয়া উচিত ছিল ধোনির।

সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ২৬ বল খেলে মাত্র ৩০ রান করেন ধোনি। দলের যখন দ্রুত রান প্রয়োজন, ধোনির ধীর ব্যাটিং-ই হয়ে দাঁড়ায় বড় রানের পথে বাধা।

ধোনির এমন পারফরম্যান্স নিয়ে মনোজ তিওয়ারি বলেন, ‘আমি হয়তো একটু কঠোর কথা বলছি, কিন্তু ২০২৩ আইপিএলের পরই ধোনির অবসর নেওয়া উচিত ছিল। ওটাই ছিল তার জন্য সেরা সময়। ধোনির প্রতি মানুষের যে শ্রদ্ধা, তা আজও অটুট। কিন্তু গত দুই মৌসুমে তাকে দেখাই যাচ্ছে না, যেন হারিয়ে যাচ্ছেন। চেন্নাইয়ের মানুষজন রাস্তায় নেমে তার জন্য যা বলছে, তাতে স্পষ্ট— ভক্তরা হতাশ।

চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ধোনি হাঁটুর সমস্যায় ভুগছেন, তাই ৮-১০ ওভারের বেশি ব্যাটিং করতে পারছেন না। তবে সেটি মানতে নারাজ তিওয়ারি। তার প্রশ্ন, ‘যখন একজন খেলোয়াড় ২০ ওভার উইকেটকিপিং করতে পারে, যেখানে প্রতি মুহূর্তে বসা-উঠা, ডাইভ দিতে হয়, সেখানে ব্যাটিংয়ের সময়ই বা হাঁটু ব্যথা কেন হয়?

মনোজ তিওয়ারি বলেন, সব সিদ্ধান্ত যেন ধোনিকে ঘিরেই হচ্ছে, কিন্তু কিছুই কাজ করছে না। এখনই সময় সাহসী সিদ্ধান্ত নেওয়ার। তাকে বুঝিয়ে বলা উচিত— এভাবে আর চলবে না, অবসর নেওয়াই শ্রেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ভারতে বাস দুর্ঘটনা

ভারতে বাস দুর্ঘটনা

মার্কিন শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন নয়

মার্কিন শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন নয় : অর্থ উপদেষ্টা