in ,

ভারতে বাস দুর্ঘটনা

বাংলাদেশি ৭০ জনের বেশি পর্যটক আহত, নিহত ১

ভারতে বাস দুর্ঘটনা
ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক ছিলেন, যারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে তারা কাশি বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন। স্থানীয় সংবাদমাধ্যম *ওড়িশা টিভি* জানায়, দুর্ঘটনায় আক্রান্ত অধিকাংশ যাত্রীই বাংলাদেশি, এবং তারা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর থেকে এসেছিলেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা, এবং তারা উদ্ধার কাজ শুরু করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের মধ্যে কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও বিস্তারিত তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭

ধোনির আরও আগেই অবসরে যাওয়া উচিত ছিল

ধোনির আরও আগেই অবসরে যাওয়া উচিত ছিল