ছবি: নবযুগ সংগৃহিত
in ,

এমবাপের জোড়া গোল

প্রতিপক্ষ ভিয়ারিয়ালের মাঠে খেলতে নেমে গতকাল রাতে রিয়াল মাদ্রিদের খেলায় ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। মাত্র সাত মিনিটেই তারা গোল খেয়ে পিছিয়ে পড়ে। তবে সেখান থেকে জোড়া গোল করে লস ব্লাঙ্কোসদের উদ্ধার করেন কিলিয়ান এমবাপে, যার সাহায্যে রিয়াল ২-১ গোলের জয় নিয়ে লা লিগার শীর্ষে উঠে যায়। যদিও ৩ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সেলোনা তাদের চেয়ে ২ ম্যাচ কম খেলেছে।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও অন্য সব বিবেচনায় পিছিয়ে ছিল কার্লো আনচেলত্তির দল। বিপরীতে, ম্যাচজুড়ে শট, কর্নার ও আক্রমণে এগিয়ে থাকা স্বাগতিক ভিয়ারিয়াল শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ল।

এদিন ভিয়ারিয়ালের হয়ে শুরুতে গোল করেন হুয়ান ফয়থ। রিয়ালের পক্ষে এমবাপের দুটি গোলই আসে প্রথমার্ধে।

তবে ম্যাচের শুরুতেই ভিয়ারিয়াল রিয়ালের বিপক্ষে আক্রমণাত্মকভাবে ম্যাচ শুরু করে এবং দ্রুত গোল আদায় করে নেয়। ম্যাচের পাঁচ মিনিটের মধ্যে দুটি শট ঠেকিয়ে দিলেও, থিবো কোর্তোয়া গোলরক্ষক হিসেবে বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেননি। তার করা দ্বিতীয় শটটি কর্নারে পরিণত হলে, সেখান থেকে ফয়থের হাঁটুতে লেগে গোল হয়ে যায়। এরপরও রিয়াল ছিল আক্রমণে এবং মিনিট দশেক পরই তারা সমতায় ফিরেছিল। ব্রাহিম দিয়াজের শট প্রথমে ভিয়ারিয়াল গোলরক্ষক ঠেকিয়ে দিলেও, ফিরতি বল পেয়ে জালে জড়িয়ে দেন এমবাপে।

২৩ মিনিটে নিজের জোড়া গোলটি করে রিয়ালের লিড এনে দেন ফরাসি এই তারকা। লুকাস ভাসকেজের কাট-ব্যাক নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলটি করেন এমবাপে। এই গোলটি ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

লা লিগায় এ পর্যন্ত ২০টি গোল করেছেন এমবাপে এবং বর্তমানে তিনি শুধুমাত্র বার্সেলোনার রবার্ট লেভান্ডফস্কির থেকে এক গোল পিছিয়ে আছেন। মোট ৩১ গোলের সঙ্গে চলতি মৌসুমে তিনি ফ্রান্সের অধিনায়ক হিসেবে দুর্দান্ত পারফরম্যান্সে রয়েছেন।

প্রথমার্ধের মতো বিরতির পরও ভিয়ারিয়াল রিয়াল শিবিরে ত্রাস ছড়ায়। যদিও তাদের একাধিক শট লক্ষ্যে ছিল না। একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত রিয়ালের ক্লান্তি কাটাতে ভিনিসিয়ুস, লুকা মদ্রিচ ও অ্যান্টোনিও রুডিগারকে নামান আনচেলত্তি। তারপরেও কোনো পক্ষই গোল করতে পারেনি।

এভাবে, ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, তারা ২ ম্যাচ কম খেলেছে। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

নিরব-সেতু প্রথমবার

নিরব-সেতু প্রথমবার

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২০, বিদ্যুৎহীন ২.৫ লাখ বাড়ি

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২০, বিদ্যুৎহীন ২.৫ লাখ বাড়ি