in ,

নিষিদ্ধ হতে পারেন মেসি

মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) দলে আজ খেলেননি লিওনেল মেসি। ম্যাচে লিগা এমএক্স অলস্টার্সকে ৩-১ গোলে হারিয়েছে এমএলএস অলস্টার্স। ইন্টার মায়ামির থেকে কেবল মেসি আর জর্দি আলবাই জায়গা পান এমএলএসের প্রাথমিক দলে। তবে দু’জনের কেউই ম্যাচে না খেলার কারণে লীগে নিষেধাজ্ঞায় পড়তে পারেন।

এমএলএসের নিয়মানুযায়ী, চোট ব্যতিত কেউ যদি অলস্টার ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন, সেক্ষেত্রে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি। মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক মেসি ও তার সতীর্থ আলাবার কোনো চোটের কথা জানায়নি ফ্লোরিডার ক্লাবটি। তাই আগামী রোববার বাংলাদেশ সময় ভোরের ম্যাচে সিনসিনাটির বিপক্ষে নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা রয়েছে এই দু’জনের। তবে এ প্রসঙ্গে এখনই কিছু বলতে চান না এমএলএস কমিশনার ডন গারবার। ম্যাচ শুরুর আগে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আগামী সপ্তাহে ঘটবে, এমন কিছু নিয়ে আজ আমরা কথা বলব না। ম্যাচটি আগামী সপ্তাহের শেষে, এটি নিয়ে আমাদের উত্তর দেয়ার প্রয়োজন নেই।

যেটি বললাম, আমরা প্রক্রিয়া ধরে এগোচ্ছি।’ তবে নিয়মটাও মনে করিয়ে দিয়ে গারবার বলেন, ‘যে নিয়ম আছে, সেটিও মাথায় রাখতে হবে। আমাদের সেটি মানতেও হবে। আমরা মেসিকে এখানে দেখতে চেয়েছিলাম। যেসব খেলোয়াড় সুযোগ পেয়েছেন, তাদের সবাইকেই প্রত্যাশা করা হয়েছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেষ মুহূর্তে মায়ামির পক্ষ হতে জানানো হয় যে মেসি আর আলাবা ম্যাচটিতে খেলতে পারবে না।

এ প্রসঙ্গে কমিশনার বলেন, এতে কোনো সন্দেহ নেই যে আমাদের আরও আগে জানানো উচিত ছিল।’ যদিও গারবার স্বীকার করছেন সাম্প্রতিক সময়ে ব্যস্ত সূচির মধ্যে দিয়েই যাচ্ছে মেসিরা, মায়ামির সূচিটি অন্য দলগুলোর মতো ছিল না। আমাদের বেশিরভাগ দলই ১০ দিনের বিরতি পেয়েছে, যেটি মায়ামি পায়নি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা মেসি গত ২৫ দিনে ম্যাচ খেলেছেন ৯টি। এর মধ্যে ক্লাব বিশ্বকাপের ম্যাচ ৪টি ও মায়ামির হয়ে খেলেন ৫ ম্যাচ। মেসি আর আলাবা যে এই অলস্টার ম্যাচে না-ও খেলতে পারেন, সে বিষয়ে আগেই ইঙ্গিত দিয়ে রাখেন মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো।

এর আগে তিনি বলেন, খেলোয়াড়দের (অলস্টার ম্যাচে) ডাকা হয়েছে। আমি তাদের বিশ্রাম চাইলেও সিদ্ধান্তটি আমার নয়। অলস্টার ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ, তা আমি জানি। ক্লাবের পক্ষ হতে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’ এমএলএসে চলতি মৌসুমে ১৮ গোল করে ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে শীর্ষেই আছেন মেসি।

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ মরদেহের পরিচয়

খোলামেলা রূপে মিমি, হতাশ ভক্তরা