ছবি : সংগৃহীত
in ,

ব্রাজিলকে ৪ গোলে হারালো আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ে বড় ব্যবধানে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্তালে ব্রাজিলে ৪-১ গোলে হারালো লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।

মাঠে নামার আগেই বিশ্বকাপের টিকেট পাওয়ার সুখবর পায় আর্জেন্টিনা। এদিনই আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া গোলশূন্য ড্র করলে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়ে জায়গা পাকা হয়ে যায় তাদের। এরপরই তাণ্ডব চালায় ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে ব্রাজিলকে গোটা ম্যাচে শাসন করে আর্জেন্টিনা। ৫৬ শতাংশ বল দখলে রেখে ১৭টি শটের ৭টি লক্ষ্যে রাখলো লিওনেল স্কালোনির দল। বিপরীতে ৪৪ শতাংশ বল দখলে রাখা ব্রাজিল ৩টি শটের একটি লক্ষ্যে রাখতে সমর্থ হয়।

দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলটি করেন হুলিয়ান আলভারেজ। দ্বাদশ মিনিটে ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেজ। ২৬ মিনিটে ম্যাথিউস কুনহার নৈপুণ্যে ব্যবধান কমান ব্রাজিল।

৩৭ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর ৭১ মিনিটে ৪-১ গোলের জয় নিশ্চিত করেন গুইলিয়ানো সিমিওনে।

১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। চারে থাকা ব্রাজিলের পয়েন্ট ২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ স্বীকৃতি দিচ্ছে আলজেরিয়া

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ স্বীকৃতি দিচ্ছে আলজেরিয়া