ছবি : নবযুগ সংগৃহিত
in

রিয়ালের নজরে আর্জেন্টাইন মিডফিল্ডার

ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল শুরু হবে আগামী জুনে। শীর্ষস্থানীয় সবগুলো লিগই শেষ হবে আগামী মে থেকে জুন মাসের মধ্যে। এরই মধ্যে দলগুলো শুরু করে দিয়েছে পরবর্তী মৌসুমের জন্য দলগঠন। কোন খেলোয়াড় দলে ভেড়ানো হবে, কাকে ছেড়ে দিবে ক্লাবগুলো এনিয়ে এখন থেকেই অঙ্ক কষা শুরু হয়ে গেছে।

পরবর্তী মৌসুমে দল গঠনের এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে বেশ কয়েকটি ক্লাব। সে দৌড়ে পিছিয়ে নেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। মাদ্রিদ। লা লিগার পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য বিস্তারে গ্রীষ্মকালীন দলবদলে বড় পরিকল্পনা করছে কার্লো আনচেলোত্তি।

গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। যাদের মধ্যে অন্যতম চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। সব কিছু ঠিক থাকলে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন এই তরুণ।

২০২২ বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৩ সালে রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ড ট্রান্সফারে চেলসিতে যোগ দিয়েছিলো এনজো। চেলসির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার। বর্তমানে চেলসির মাঝমাঠের অন্যতম ভরসার প্রতীক তিনি। তাই স্বাভাবিক ভাবে তাকে ছাড়তে চাইবে না চেলসি।

তবে সুযোগ পেলে রিয়ালে যাওয়ার ইচ্ছা আছে এই মিডফিল্ডারের। তবে উদ্ভুত পরিস্থিতিতে এনজোকে দলে ভেড়ানো সহজ হবে না রিয়ালের। কারণ ‘ব্রুলজ’-দের ডেরা তাকে এই খেলোয়াড়কে দলে ভেড়াতে বিপুল অঙ্কের অর্থ খরচ করতে হবে রিয়ালকে।

তবে বিকল্প হতে পারে খেলোয়াড় অদল-বদল পদ্ধতি। সম্প্রতি আরেক মিডফিল্ডার রোমারিও লাভিয়ার ইনজুরির কারণে রিয়াল মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনির প্রতি আগ্রহ আছে চেলসির। এই সুযোগে চুয়ামেনির বিনিময়ে এনজো’কে দলে নেয়ার পরিকল্পনা করতে পারে লস ব্ল্যাঙ্কোসরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

বিশ্বকাপ না জেতায় হুমকি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার

বিশ্বকাপ না জেতায় হুমকি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো দৈনিক নবযুগ