২৮৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রান তুললেও সেই ধারা অব্যাহত রাখতে পারেনি টাইগাররা। তৃতীয় ওভারের শেষ বলে ফিরেছেন তানজিদ হাসান তামিম। ১৩ বলে ১৭ রান করা এই ওপেনারকে বোল্ড করেছেন আসিথা ফার্নান্দো। তাতে ১৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি।
তিনে নেমে পুরোপুরি ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। তামিমের দ্রুত বিদায়ে বাড়তি দায়িত্ব ছিল অভিজ্ঞ এই ব্যাটারের কাঁধে। কিন্তু উল্টো ডাক খেয়ে দলের বিপদ আরো বাড়িয়েছেন শান্ত। দুশমন্থা চামিরার গুড লেংথের বলে বোল্ড হয়েছেন তিনি। তার বিদায়ে ২০ রান তুলতেই দুই উইকেট হারায় বাংলাদেশ।
৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৩ রান। বাকি ৪৪ ওভার থেকে বাংলাদেশকে করতে হবে আরো ২৫৩ রান। তাদের হাতে আছে ৮ উইকেট।
এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১২৪ রান করেছেন কুশল মেন্ডিস। এ ছাড়া ৫৮ রান এসেছে চারিথ আসালঙ্কার ব্যাট থেকে।বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।



GIPHY App Key not set. Please check settings