অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান হাসপাতালে ভর্তি। তীব্র বুক ব্যথাজনিত অসুস্থতায় ভুগছেন তিনি। রবিবার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী, হঠাৎ বুক ব্যথা বেড়ে গেলে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ রহমানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। সংগীত পরিচালকের অ্যাঞ্জিওগ্রাফিও করা হচ্ছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, রহমানের আরও কিছু পরীক্ষা করা হতে পারে। এ আর রহমানের সব পরীক্ষা স্বাভাবিক। সব ঠিক থাকলে আজই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। অন্যদিকে, রহমানের টিমও বলছে গায়কে হাসপাতাল ভর্তি হওয়ার ব্যাপারে ‘ভ্রান্ত’ খবর ছড়ানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ আর রহমান হাসপাতালে গিয়েছিলেন বিষয়টা সত্যি। চিকিৎসকরা জানান, গায়ক রোজা রেখে পানিশুন্যতায় ভুগছিলেন। সে কারণে অসুস্থতা থেকে তিনি হাসপাতালে আসেন। এখন তিনি ভালো আছেন।
আরও একটি সূত্র জানিয়েছে যে, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। এরপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।
উল্লেখ্য, গত বছর আচমকাই প্রকাশ্যে এসেছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা অনুরাগীরা সহজে মেনে নিতে পারেনি। প্রাক্তন এই দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তারা বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত, দাবি করেছিলেন রহমান।
ঘটনাচক্রে গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি ছিলেন সায়রা বানু। তার আইনজীবী জানিয়েছেন, তার একটি অস্ত্রোপচার করা হয়েছে।
GIPHY App Key not set. Please check settings