in ,

ঐশ্বর্য রাইয়ের গাড়ির পিছনে বাসের ধাক্কা

ঐশ্বর্য রাইয়ের গাড়ির পিছনে বাসের ধাক্কা
ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় বুধবার (২৬ মার্চ) বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়িকে একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়।

সম্প্রতি তিনি এই বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন।

বাসের ধাক্কায় সামান্য ক্ষতি হয়েছে ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়িটির। তবে গাড়ির ভিতর ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের অন্য কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এই দুর্ঘটনার ভিডিও জনপ্রিয় পাপারাৎজি বরিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে।

গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে উপস্থিত সবাই চিনতে পারেন গাড়িটিকে।

তবে এখনও এই ঘটনা নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া কিংবা বচ্চন পরিবারের কেউ।

অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, ওই সময় গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কাজেই চিন্তার কিছু নেই। অভিনেত্রী ঠিক আছেন শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ২৪

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ২৪

এশীয় নেতাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এশীয় নেতাদের প্রতি আহ্বান — প্রধান উপদেষ্টা