in ,

চমক নিয়ে ‘আয়েশা’ রূপে আসছেন কৌশানী

আসছে পূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘রক্তবীজ ২’। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া এর প্রথম পর্ব বেশ সড়া ফেলেছিল টালিউডের বক্স অফিসে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে সিক্যুয়েল।

সম্প্রতিই প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম মোশন পোস্টার। আর সে থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

আগের পর্বে মুখ্য ভূমিকায় দেখা যায় ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীকে। এবারও রয়েছেন আবির ও মিমি; তাদের পাশাপাশি ছবিতে নতুন চমক হিসেবে যোগ দিয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি।

সেই পোস্টার থেকে জানা যায়, ছবিতে কৌশানীর চরিত্রের নাম আয়েশা। চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা না করলেও কৌশানীকে যে আরও একবার ছকভাঙা চরিত্রে দেখা যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।

এই লুকে এক্কেবারে আদ্যোপান্ত শহুরে সাজপোশাকে দেখা গেছে কৌশানীকে। সাদা ও গোলাপি ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, খোলা চুল, মাথায় টুপি ও হালকা মেকআপে নজর কেড়েছেন কৌশানী।

‘রক্তবীজ ২’-এ জমবে আবির-মিমির রসায়ন। এই ছবির দৌলতে কি অঙ্কুশ-কৌশানীর জুটিও রোম্যান্সের ঝড় তুলবেন কি না- তা বোঝা যাবে মুক্তির পর।

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

চুয়াডাঙ্গায় ৫০টি অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ