প্রায় ২৫ বছর আগে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে শুরু হয় সিরিয়াল ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’। যা চলে প্রায় ৮ বছর। সিরিয়ালের প্রধান চরিত্রের স্মৃতি ইরানি অর্থাৎ তুলসী বিরানি ছিলেন তুমুল জনপ্রিয়। ২০০৮ সালের ৮ নভেম্বর পর্যন্ত সিরিয়ালটি ছিল টেলিভিশনের পর্দায়।
স্মৃতির তুলসী চরিত্র এতোটাই জনপ্রিয় হয়েছিল যা ভারত ছাড়াও পার্শ্ববর্তী বাংলাদেশ ও পাকিস্তানেও পেয়েছিল সাড়া। তুলসীর বিপরীতে মিহিরের চরিত্রে ছিলেন রনিত রয়।
এবার ১৫ বছর পর ফের পর্দায় ফিরছেন স্মৃতি ইরানি। শুধু তাই নয়, তাও আবার সেই পুরোনো লুকের তুলসী বিরানি হয়ে।
সম্প্রতি ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ রিবুটের একটি ছবি ফাঁস হয়েছে অনলাইনে। যেখানে তাকে দেখা যায় তার আইকনিক লুকে। পরনে আছে সোনালি পাড় যুক্ত মেরুন রঙের শাড়ি। সিঁথিতে সিঁদুর ও কপালে লাল বিন্দি। এই লুক দেখে ভক্তদের বুঝতে বাকি থাকেনি যে তুলসী ফের পর্দায় ফিরছেন।
বালাজি টেলিফিলস্ম প্রযোজিত সিরিয়াল এবারই যে প্রথম রিমেক করা হচ্ছে এমন নয়। এর আগেও ২০১৮ সালে আরেক জনপ্রিয় সিরিয়াল ‘কাসুটি জিন্দিগি কি’ রিমেক করে একতা কাপুর। তবে তা প্রথম সিজনের মতো জনপ্রিয়তা না পাওয়ায় বন্ধ হয়ে যায় কয়েক বছরেই। তবে এবার তুলসীর বেলায় কী হয় সেটা দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।



GIPHY App Key not set. Please check settings