এবার ঈদে ‘জ্বীন ৩’ নিয়ে সিনেমা হলে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারের এই ছবিটির একাধিক পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছে এর আগে। এবার প্রকাশ পেল ছবির ‘কন্যা’ শিরোনামের একটি গান। সুন্দর কথামালা ও অসাধারণ দৃশ্যায়নের এই গানটি প্রকাশের পর পর্দায় সজল ও নুসরাত ফারিয়ার রসায়ন উপভোগ করেছেন ভক্তরা। গানটি প্রকাশের এক দিন পর বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা তার ফেসবুকে শেয়ার করেছেন। তা দেখে কেঁদেছেন ছবির নায়িকা নুসরাত ফারিয়া।
মাহিয়া মাহি গানটি শেয়ার দিয়েছেন। নুসরাত ফারিয়ার প্রশংসা করে লিখেছেন, আল্লাহ লাল শাড়িতে তোকে কত্ত সুন্দর লাগছে দোস্ত। সিয়াম আহমেদ গানটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘বেস্ট অব লাক টিম।’ সাধারণ দর্শকও গানটির প্রশংসা করেছেন বেশ। গানের নিচে কমেন্টবক্স ভরে গেছে সুন্দর সুন্দর প্রশংসা বার্তায়। একজন লিখেছেন, ‘গানটি অসাধারণ, মার্জিত। সুন্দর লিরিক্স। খুব ভালো লেগেছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আগুন আগুন, মধু মধু।’ অন্য আরেকজন লিখেছেন, ‘নাচ গানের সুর, সব মিলিয়ে জাস্ট ওয়াও।’
‘কন্যা’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর-সংগীতও ইমরানের। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জ্বীন’ সিনেমার প্রথম কিস্তিতে দেখা গেলেও দ্বিতীয় কিস্তিতে ছিলেন না সজল। এবার তিনি যুক্ত হলেন তৃতীয় কিস্তিতে। প্রথম কিস্তিতে প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা। ‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’।
GIPHY App Key not set. Please check settings