in ,

পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন আসামের ‘বেবিডল আর্চি’

আসামের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর অর্চিতা ফুকান, যিনি অনলাইন জগতে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত, এবার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন — তাও আবার মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্টের হাত ধরে!

সম্প্রতি ইনস্টাগ্রামে কেন্দ্রা লাস্টের সঙ্গে তোলা একাধিক ছবি পোস্ট করে নিজের নতুন যাত্রাপথের ইঙ্গিত দেন বেবিডল আর্চি। তিনি স্পষ্ট করে বলেন, দীর্ঘ ছয় বছর ধরে এক অন্ধকার অধ্যায়ের মধ্যে থাকার পর এবার নিজের স্বাধীনতা ও ক্যারিয়ারের নতুন দিগন্ত খুঁজে নিতে প্রস্তুত তিনি।

অর্চিতা নিজেই জানিয়েছেন, তিনি বিগত ছয় বছর ধরে একপ্রকার বাধ্য হয়ে যৌনকর্মে যুক্ত ছিলেন। এই জীবন থেকে মুক্তি পেতে তাকে প্রায় ২৫ লাখ টাকা খরচ করে নিজের স্বাধীনতা ‘কিনে’ নিতে হয়েছে। যদিও এই অর্থ কার কাছে দিয়েছেন, কীভাবে তিনি এই অবস্থায় পড়েছিলেন — সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখার খবর শেয়ার করার পাশাপাশি, বেবিডল আর্চি আরও একটি চমকের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, “অনুরাগীদের জন্য আমার কাছে রয়েছে এক বিশেষ উপহার, যা দেখলে সবাই অবাক হয়ে যাবেন!” তবে সেই ‘চমক’ সম্পর্কে বিস্তারিত কিছু না জানানোয়, ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

সাহসী পোশাক, আত্মবিশ্বাসী লুক ও অনন্য কনটেন্ট স্টাইলের মাধ্যমে বেবিডল আর্চি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারসংখ্যা ৫ লাখ ছাড়িয়ে এখন ৬ লাখের ঘরে। এবার তার লক্ষ্য ১০ লাখ ফলোয়ার, এবং ভক্তদের তিনি সেই চমক দিয়ে আরও কাছে টানতে চান।

নিজের অতীতের সাহসিক স্বীকারোক্তি, ক্যারিয়ারের নতুন মোড় এবং আন্তর্জাতিক পর্ন তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে যৌথ উদ্যোগ— সব মিলিয়ে বেবিডল আর্চি এখন সংবাদমাধ্যম ও অনুরাগীদের চোখে এক উত্তপ্ত আলোচনার বিষয়। এখন অপেক্ষা, তার সেই প্রতিশ্রুত ‘বিশেষ চমক’ আসলে কী!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি- নাহিদ ইসলাম

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুতে এলাকাবাসীর রেলপথ অবরোধ