in ,

লুঙ্গি পরে ‘জংলি’ দেখবেন বুবলী!

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর জোর প্রচার চলছে। প্রমোশনের পাশাপাশি টিজার, গান এবং পোস্টার প্রকাশের মাধ্যমে দর্শকদের আগ্রহী করার চেষ্টা চলছে। বহুল আলোচিত ‘জংলি’ সিনেমাও আছে এই তালিকায়।

এরই মধ্যে ছবিটি পোস্টার টিজারের মাধ্যমে দর্শকদের টেনেছে। এবার বড় চমক দেখালেন শবনম বুবলী। লুঙ্গি পরে নিজের অভিনীত জংলি দেখতে যেতে চান তিনি। সামাজিক মাধ্যমে চাইলেন পরামর্শ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। বসে, দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?

এমন রূপে বুবলীকে দেখে অনুসারীরাও উচ্ছ্বসিত। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারা। কেউ লিখেছেন ‘সেই হবে। আবার কেউ লিখেছেন ‘দারুণ লাগছে।’জংলি সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান।

চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। গানগুলোর কথা সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। সিনেমাতে সিয়াম-বুবলী ছাড়াও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

রয়টার্সের প্রতিবেদন

রয়টার্সের প্রতিবেদন