বাংলাদেশের বিশাল সমুদ্র সম্পদকে বাণিজ্যের অন্যতম হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সমুদ্র নেই। তারা আমাদের সমুদ্র ব্যবহার করে উপকৃত হতে পারে, আর এতে আমরাও লাভবান হবো।
শুক্রবার কক্সবাজারের বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, সমুদ্র না থাকলে পৃথিবীর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে না। আকাশপথে বেশি পরিমাণ পণ্য পরিবহন সম্ভব নয়। বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতা করতে সমুদ্রের বিকল্প নেই। এই দিক থেকে আমরা সৌভাগ্যবান।
তিনি আরও বলেন, কক্সবাজার শুধু পর্যটন নয়, অর্থনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার সম্পদ যথাযথভাবে কাজে লাগালে জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
লবণ চাষ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত, আমাদের কম লবণ খাওয়া উচিত, কারণ এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তবে যেহেতু আমরা লবণ উৎপাদন করি, তাই আন্তর্জাতিক বাজারে রফতানির দিকেও নজর দিতে হবে।
তিনি উল্লেখ করেন, নেপাল ও ভুটানে নিজস্ব লবণ উৎপাদন নেই, তারা খনিজ লবনের ওপর নির্ভরশীল। সেখানে আমাদের উৎপাদিত লবণ রফতানির সম্ভাবনা রয়েছে। বিশ্ববাজারেও আমাদের লবণের নতুন বাজার খুঁজতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের সমুদ্রবন্দর ও প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে কাজে লাগানো গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।
GIPHY App Key not set. Please check settings