আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার বিকাল সাড়ে ৩ টায় এনসিপি’র মহানগর শাখার আয়োজনে এই সমাবেশ শুরু হয়।
এতে দলটির এনসিপির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
সমাবেশে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা ছাড়াও দলটির নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিও তুলেছে।
সমাবেশে দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, বিশ্বের কোনো দেশের প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যায়নি। সেনাবাহিনীর একটি অংশ আওয়ামী লীগকে সেফ এক্সিট দিয়েছে। সচিবালয়ের বড় বড় কর্মকর্তারা আওয়ামী লীগের নেতাকর্মীরদের বাসায় রেখেছে, আশ্রয় দিয়েছে। এখনও খুঁজলে অনেকের বাসায় আওয়ামী লীগের নেতাদের পাওয়া যাবে। আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই অভ্যুত্থানে আহতের মাঝে বণ্টন করতে হবে। যে দল আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইবে, ছাত্র-জনতা তাদের প্রতিহত করবে।
GIPHY App Key not set. Please check settings