ডিএমটিসিএলের চারজন কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এমআরটি পুলিশের বিরুদ্ধে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মেট্রোরেল কর্মকর্তা-কর্মচারীরা। তবে সরোজমিনে দেখা গেছে মেট্রো পুরোপুরি বন্ধ হয়নি বরং ফ্রিতেই মেট্রো ভ্রমণ করছেন যাত্রীরা। নেই টিকিট কাটা বা চেক করার কোন বালাই।
রবিবার রাত ২টার দিকে মেট্রোরেলের কর্মীরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দায়ী পুলিশ সদস্যদের বরখাস্ত না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। এতে সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্মীরা ছয় দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে প্রধান দাবি হলো—পুলিশের উপপরিদর্শক মাসুদকে স্থায়ীভাবে বরখাস্ত করা, পরিদর্শক রঞ্জিত ও সংশ্লিষ্ট কনস্টেবলদের শাস্তি দেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা। এছাড়া, এমআরটি পুলিশের বিলোপ ঘটিয়ে মেট্রোরেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠনের দাবি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেল সোয়া ৫টার দিকে দুই নারী বিনা টিকিটে স্টেশনের সুইং গেট ব্যবহার করে বের হতে চান। কর্মীরা তাদের পরিচয় জানতে চাইলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উত্তেজিত হয়ে তর্কে জড়ান। পরে পুলিশের এপিবিএনের দুই সদস্যও সুইং গেট ব্যবহার করে বের হয়ে যান।
GIPHY App Key not set. Please check settings