in ,

চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় মিললো অস্ত্র-গুলি
ছবি : নবযুগ

চুয়াডাঙ্গার জীবননগর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে পৌর এলাকার নারায়ণপুর মোড় মডেল মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডেল মসজিদের পেছন থেকে নীল রঙের ১টি প্লাস্টিকের পলিথিনে মোড়ানো পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়, যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে। ট্রেগার গার্ড, ফায়ারিং পিন ও স্প্রিং খোলা অবস্থায় পরিত্যক্তভাবে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

জীবননগর থানার অফিসার ইচনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ময়মনসিংহে বাসের ধাক্কায়

ময়মনসিংহে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

শাওয়ালের চাঁদ দেখা গেছে

শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ