তামিম ইকবালের হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে। হাসপাতালে উপস্থিত বেশ কয়েকজন দেশসেরা ওপেনারের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।
ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। ব্লক ধরা পরায় হার্টে রিং পরানো হয়েছে তার। সবশেষ খবর পাওয়া পর্যন্ত, চোখ খুলে সারা দিয়েছেন তামিম। হাসপাতালে অসুস্থ তামিমের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদসহ বেশ কয়েকজন।
এদিকে তামিমের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার রাজিব গণমাধ্যমকে বলেছেন, যতগুলো চিকিৎসা প্রয়োজন, সবকিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকূলে আছে। উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুদলি এবং এফিশিয়েন্টলি হয়েছে। উনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।
ডাক্তার রাজিব বলেন, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। স্টেন্ট পরও তিনি অবজারভেশনে আছেন। এখনো ক্রিটিক্যাল কন্ডিশন কাটেনি, একটু সময় লাগবে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন।
GIPHY App Key not set. Please check settings