in

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ম্যানহাটনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নিহত পুলিশ কর্মকর্তা একজন বাংলাদেশি বলে জানা যায়। তার নাম ইসলাম। তিন বছর আগে, তিনি নিউইয়র্ক পুলিশে যোগ দেন।

সিএনএনের প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ‘আত্মঘাতী’ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার নাম শেইন তামুরা (২৭)। তিনি লাস ভেগাসের বাসিন্দা। তার মানসিক সমস্যা ছিল বলে মেডিকেল হিস্টোরিতে পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী এক নারী নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে ঘটেছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স জড়ো করা হয়েছে। আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক ও উৎসুক জনতাকে দূরে সরিয়ে দিয়েছে।

ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে নিহত ও ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট দলের মেয়রপ্রার্থী জোহারান মামদানি।

পুলিশ জানায়, ঘটনাস্থল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ম্যানহাটনের ওই এলাকায় বেশকিছু পাঁচ তারকা হোটেল এবং করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে।

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

নির্বাচনে মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেস সচিব

ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ তীর্থযাত্রী নিহত