ঢাকা: রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এছাড়াও দুর্ঘটনায় ৭০ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সেইসঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে আরও অনেককে। অন্যান্য হাসপাতালগুলো থেকে পাওয়া তথ্যানুযায়ী আহতের সংখ্যা অন্তত ১৬৪জন।
সোমবার (২১ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউট, আইএসপিআর ও অন্যান্য হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক শিক্ষার্থী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
এদিকে আজ (২১ জুলাই) বিকেলে বাংলাদেশ বিমানের বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানে হতাহতের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় দুর্ঘটনায় ১৮জনের প্রাণহানি ও ১৬৪ জন আহত হয়েছেন।
আইএসপিআরের বার্তায় জানা গেছে, আজ বিকেলে পর্যন্ত কুয়েত মৈত্রী হাসপাতালে আট জন আহত ভর্তি হয়েছেন। জাতী বার্ন ইনস্টিটিউট ভর্তি হয়েছে অন্তত ৭০জন এখনো দুই জনের মৃত্যু হয়েছে। সিএমএইচে ১১ জনের মৃত্যু হয়েছে, এখানে ভর্তি রয়েছেন আরও ১৪ জন। কুর্মিটোলা জেনারেল হসপিটাল কোনো আহত ভর্তি না থাকলেও এ হাসপাতালে চিকিৎসা নেওয়া দুইজনের মৃত্যু হয়েছে।
এদিকে উত্তরা’র লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে দুইজনের মৃত্যু হয়েছে, এখানে আহত রয়েছেন ১১ জন। উত্তরা আধুনিক হসপিটালে একজন নিহত হয়েছেন, আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ৬০জন।
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন আহত চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে ১৮জনের প্রাণহানি ও ১৬৪ জন আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন।



GIPHY App Key not set. Please check settings