সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবৈধ অস্ত্র রাখার অভিযোগের মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন।
বুধবার (১৯ মার্চ) আপিলের পরিপ্রক্ষিতে রায় ঘোষণা করেন হাইকোর্ট।
আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
২০০৭ সালের ২৮ মে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরের গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়।
বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর ৯ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেন।
লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে আটক হন। সেই থেকে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন তিনি।
এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। সেসব মামলা থেকে খালাস ও জামিনের পর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। এ মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল।
GIPHY App Key not set. Please check settings