পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা।
শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে সদরঘাট ও বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায় এমন চিত্র দেখা গেছে।
সদরঘাট লঞ্চ টার্মিনালে গেলে দেখা যায়, দেশের দক্ষিণাঞ্চল থেকে অনেকেই কর্মের তাগিদে আরামদায়ক নৌপথে ফিরে আসছেন। ভোর থেকেই যাত্রী বোঝাই লঞ্চ ভিড়তে শুরু করেছে। সবগুলো লঞ্চেই কিছুটা যাত্রীর চাপ দেখা গেছে।
ঈদযাত্রা নিয়ে যাত্রীরা বলেন, এবার যেমন স্বাচ্ছন্দে বাড়ি যেতে পেরেছিলেন তেমনি স্বাচ্ছন্দের ফিরতে পেরেছেন রাজধানীতে।
তারা জানান, এবার ঈদে লম্বা ছুটি পেলেও প্রিয়জনদের সান্নিধ্যে সময় খুব দ্রুত কেটে গিয়ে আবার ফেরার সময় হয়ে গেল।
তবে কোথাও কোথাও অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়ের। যদিও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, দৌলতদিয়া ঘাটেও রয়েছে ঢাকা ফেরা মানুষের চাপ। তবে নেই কোন ভোগান্তি।
GIPHY App Key not set. Please check settings