যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় নারী ও শিশুসহ ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার ভোর থেকে গাজার উত্তরাঞ্চল, গাজা শহর, দেইর আল বালাহ, খান ইউনিস ও রাফাহে একের পর এক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বিশেষ করে দক্ষিণ গাজার বিস্তীর্ণ এলাকাকে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ (পিআইজে) জানায়, ইসরাইল যুদ্ধবিরতির সব প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজে প্রকাশিত এক বিবৃতিতে পিআইজে বলেছে, সরকার নেতানিয়াহু নতুন করে হামলার মাধ্যমে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। কিন্তু এতে তিনি সফল হবেন না।
পিআইজে আরও জানায়, ১৫ মাসের লড়াইয়ে নেতানিয়াহু সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। নতুন করে বিমান হামলা চালিয়েও তিনি কোনো সুবিধা আদায় করতে পারবেন না। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমাদের জনগণ প্রতিরোধ যোদ্ধাদের পাশে রয়েছে। গাজা কখনো দমবে না।
GIPHY App Key not set. Please check settings