বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে আজ সোমবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
রোববার (২৯ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানান, এই আলোচনাটি ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে আরও সুবিধাজনক ও প্রতিযোগিতামূলক করে তুলতে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার।
এর আগেও দুই দফা আলোচনা হয়েছে, যেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে রপ্তানি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্ক কমানোর দাবি জানিয়েছে। তৃতীয় দফায় সেই আলোচনারই ধারাবাহিকতা রক্ষা করা হবে বলে জানা গেছে।



GIPHY App Key not set. Please check settings