in ,

এল ‘চাঁদ মামা’

এল ‘চাঁদ মামা’
ছবি : সংগৃহীত

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। যাতে শাকিব খানের সঙ্গে পর্দা কাঁপিয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।

যদিও টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত এক নাচের গান। শাকিব খানের সঙ্গে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছেন ভক্ত-অনুসারীরা। গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে পূর্ণাঙ্গ গান। ৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি গেয়েছেন প্রীতম হাসান, তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা ও সুরও প্রীতমের।

গত বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় প্রীতমের কণ্ঠে ‘লাগে উরাধুরা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সে গানের তালে নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী।

‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এটি হয়তো ‘লাগে উরাধুরা’র মতোই জনপ্রিয়তা পাবে। সেটা হবে কি না, তা হয়তো আরও পরে বোঝা যাবে, তবে মুক্তির পর থেকেই দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। কিং খানের এই সিনেমা নিয়ে বরাবরের মতো দর্শকদের আগ্রহ তুঙ্গে।

গানটি দেখে নেটিজেনদের মন্তব্য, ‘তুফান’ সিনেমায় কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিবের ‘উরাধুরা’ গানকে জনপ্রিয়তায় ছাঁড়িয়ে যাবে ‘চাঁদ মামা’।

গানটিতে শাকিবের লুক আর নাচ দুর্দান্ত, মন্তব্য করেছেন এক ভক্ত। আরেক ভক্ত আবার নুসরাত জাহানের আবেদনময়ী নাচের প্রশংসা করেছেন।

‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত। নুসরাতের উপস্থিতি কেবল এই আইটেম গানেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪

ভূমিকম্প — মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়াল হাজার

বাস-মোটরসাইকেল সংঘর্ষে আপন ৩ ভাইয়ের মৃত্যু

বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ ভাইয়ের মৃত্যু