চুয়াডাঙ্গা ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ১ টার দিকে সদর উপজেলা বদরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
রাত আড়াইটা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে বাজারের চারটি কাঠের ফার্নিচারের কারখানাসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বদরগঞ্জ বাজারের একটি ফার্ণিচারের কারখানার মধ্যে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। সে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, চারটি কাঠের ফার্ণিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুনের দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে ৬টি দোকানে অন্তত ৫০ লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
GIPHY App Key not set. Please check settings