in ,

চুয়াডাঙ্গায় আবারো এক যুবককে কুপিয়ে জখম \ ঢাকায় রেফার্ড

চুয়াডাঙ্গায় আবারো এক যুবককে কুপিয়ে জখম
ছবি : ফাইল

চুয়াডাঙ্গা শহরের আবারো ফিরোজ আহাম্মেদ (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের পূর্বাশা বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ আলী সদর উপজেলার কিরণগাছী গ্রামের টোকন আলী ছেলে।

আহত ফিরোজের পরিবার জানান, ফিরোজ আলী ঢাকায় ফার্নিচারের ব্যবসা করে। ঈদে চুয়াডাঙ্গায় বেড়াতে এসেছিলো। মঙ্গলবার দুপুরে ঢাকায় যাবার উদ্দেশ্য চুয়াডাঙ্গা শহরে বাসের টিকিট ক্রয় করতে যায়। সেখানে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগীয়া রক্তাক্ত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে দ্রæত ঢাকা পঙ্গু হাসপাতাল রেফার্ড করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, শুনেছি শহরের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে কি কারণে এ ঘটনা জানা নেই। খোঁজ নেয়া হচ্ছে পরে বিস্তারিত জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

বাড়ল সয়াবিন তেলের দাম

দেশের বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম

বিএনপির সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক

বিএনপির সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক