চুয়াডাঙ্গায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার হয়।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দামুড়হুদা উপজেলা সভাপতি ও দর্শনা পৌরসভাধীন শ্যামপুর গ্রামের স্কুলপাড়ার মৃত তনু মল্লিকের ছেলে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, সোমবার রাত ৯টার দিকে দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে দামুড়হুদা উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে তিনি আরও জানান।
GIPHY App Key not set. Please check settings