চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটরসাইকেল ও ইট ভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসার সুপার শামসুল হক (৬০) নিহত হয়েছেন
বুধবার দুপুর আড়াইটার দিকে জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-কোমরপুর সড়কের রেড ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঘটনার সময় মাদ্রাসা সুপার শামসুল হক মাদ্রাসা ছুটি দিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে কার্পাসডাঙ্গা-কোমরপুর সড়কের রেড ইটভাটার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ইটভর্তি ট্র্যাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতেই তিনি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারা যান। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
GIPHY App Key not set. Please check settings