চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে কোমরের কাপড়ের বেল্ট থেকে ৩ কেজি স্বর্ণসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২শ টাকা।
বৃহস্পতিবার বিকাল ৪ টার ওই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে স্বর্ণসহ আটক করা হয়।
আটককৃত পাচারকারী দামুড়হুদা উপজেলার দর্শনা ঝাঝাডাংগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আফসার আলী (২৮)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জেলার সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের বড় চালান ভারতে পাচার হতে পারে। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর হতে ৮০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সদর উপজেলার ছয়ঘরিয়া প্রাইমারী স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে কোমরে লাল কাপড়ের বেল্ট থেকে ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্নের ছোট টুকরা জব্দ করে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২শ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
GIPHY App Key not set. Please check settings