উৎফুল্লচিত্তে ও সুলভ মূল্যে কেনাকাটার সুযোগ প্রবাসীদেরকে দেয়ার প্রত্যয় নিয়ে অতি সুপরিচিত মুখ নারী উদ্দোক্তা পপি আক্তার পুস্প, লিজু চৌধুরী ও নুসরাত মতিনের সম্মিলিত প্রয়াসে এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হলো এক জমকালো ‘ঈদ বাজার মেলা’।
গত শনিবার ১৫ মার্চ সংশ্লিষ্ট রাজ্যের আমেরিকান পলিস কালচারাল সেন্টারে প্রাণবন্ত এ মেলা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট মেলার উদ্দোক্তা লিজু চৌধুরী জানান,মেলায় অন্তত ৩০টি স্টল ছিল। তন্মধ্যে মিশিগান ছাড়াও আরো কয়েকটি রাজ্যের নারীরা মিশিগানের এ আয়োজনে স্টল দেন।এসব স্টলে ছিল নানা ডিজাইনের মহিলা ও পুরুষদের ঈদ পণ্য সামগ্রী। তন্মধ্যে মহিলাদের ট্রি পিস,লেহেঙ্গা, কামিজ, শাড়ী,গহণা উল্লেখযোগ্য।এসব প্রবাসী ক্রেতাদের বেশ দৃস্টি কাড়ে।
পুরুষদের পছন্দের ছিল নতুন কারুকাজ খচিত ডিজাইনের চমৎকার কালারের পাঞ্জাবী। এমনকি শিশুদের পোষাকও ছিল চোখে পড়ার মতো।
সুলভ মূল্যে ক্রেতারা এসব পণ্য সামগ্রী কিনে নেন। এসময় অনেকেই ইফতারের সুস্বাদু আইটেম খাবারও ক্রয় করে বাড়ী ফেরেন। দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এই মেলা চলে। এতে প্রবাসী নারী-পুরুষরা উপচে পড়া ভীড় চোখেঁ পড়ে। আমন্ত্রিত অতিথি ও ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মেলা প্রাঙ্গন ছিল মুখরিত।
প্রতিবছর উদ্দোক্তারা ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে প্রবাসীদের জন্য এ মেলার আয়োজন করে।
যুক্তরাষ্ট্র থেকে তুহিন চৌধুরী
GIPHY App Key not set. Please check settings