ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থী মারা গেছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম জারিফ (১৪)। তার মরদেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
গত ২১ জুলাই বেলা সোয়া ১টার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
এ ঘটনায় হতাহতের সবশেষ তথ্য সম্পর্কে শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ দুর্ঘটনায় কয়েকটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।



GIPHY App Key not set. Please check settings