in ,

সরকারে অনভিজ্ঞ লোকদের সংখ্যাই বেশি: মির্জা ফখরুল

ঢাকা: বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে অনভিজ্ঞ লোকদের সংখ্যাই বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয়, তা বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টাদের মধ্যে নেই।
কারণ তারা সরাসরি রাজনীতিবিদ নয়। রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে অবশ্যই রাজনৈতিকভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

বুধবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাদের সঙ্গে আলোচনার শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় গতরাতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক সম্পর্কে মির্জা ফখরুল জানান, সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা বলেছি ফ্যাসিবাদ ঠেকাতে জাতি সবসময় ঐক্যবদ্ধ। পাশাপাশি এটাও বলেছি, আগামী ফেব্রুয়ারির মধ্যেও নির্বাচন দিন, না হলে দেশের পরিবেশ আরো বেশি অশান্ত হতে পারে। তাছাড়া গোপালগঞ্জের ঘটনা নির্বাচন বানচাল করার একটি চক্রান্ত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবে না ঐক্যমত কমিশনের এমন প্রস্তাবে আমরা দলীয় সিদ্ধান্ত জানিয়েছি। বাকিটা আলোচনার মাধ্যমেই সমাধান হবে।

এ সময় মির্জা ফখরুল আরও জানান, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বংসের ঘটনা স্রেফ দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ নারীসহ নিহত ৬

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮