পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বাস থামিয়ে অন্তত ৯ যাত্রীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) এই মর্মান্তিক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। খবর জিও নিউজ ও ডনের।
প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে বন্দুকধারীরা। বেলুচিস্তানের ঝোব শহরের কাছে বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে আনে তারা। পরে একে একে নয়জন যাত্রীকে গুলি করে হত্যা করা হয়।
ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম জানিয়েছেন, যাত্রীদের গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গুলি করা হয়। নিহতদের লাশ স্থানীয় রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলুচিস্তান প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে “সন্ত্রাসী কর্মকাণ্ড” হিসেবে আখ্যায়িত করেছেন। সরকারি কর্মকর্তা শাহিদ রিন্দ জানান, হামলাকারীরা বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে পরিচয় নিশ্চিত করার পর গুলি করে হত্যা করে। তিনি জানান, সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির একজন মুখপাত্র দাবি করেন, মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়েতে তারা অবরোধ সৃষ্টি করার পর ওই ৯ জনকে হত্যা করা হয়।



GIPHY App Key not set. Please check settings