পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। রোববার (২৭ জুলাই) বালকাসার ইন্টারচেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ‘দ্য ডন’।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাসের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে একটি গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে, যাদের বয়স ৮ মাস, ১ বছর ও ২ বছর। সর্বোচ্চ বয়সের একজন ছিলেন ৪৫ বছর।
আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চকওয়াল জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপার ডা. মুখতার সারওয়ার নিয়াজি। তাদের উন্নত চিকিৎসার জন্য রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
চকওয়ালের পুলিশ সুপার আহমেদ মোহিউদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার শিকার যাত্রীদের মধ্যে ১৪ থেকে ৫৫ বছর বয়সী নারী-পুরুষ রয়েছেন। আহতদের চকওয়াল জেলা সদর হাসপাতাল ও কালার কাহার তহসিল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানে মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে। বিশেষজ্ঞরা এর জন্য অতিরিক্ত গতি, ট্রাফিক আইন না মানা ও বেপরোয়া ওভারটেকিংকে প্রধান কারণ হিসেবে দায়ী করেন।



GIPHY App Key not set. Please check settings