ছবি : সংগৃহীত
in ,

ভারতে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সংঘর্ষে নিহত ১৯

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র মাওবাদীদের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্যরা মাওবাদী বিদ্রোহী।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতের দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া সীমান্তের কাছে বিজাপুর জেলার গঙ্গালুর পুলিশ ফাঁড়ির অধীন এক জঙ্গলে সকাল ৭টার দিকে এ সংঘর্ষ হয়।

এর আগে সেখানে মাওবাদী বিদ্রোহীদের উপস্থিতির তথ্য পেয়ে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

পৃথক ঘটনায় অবুঝমাড়ে নকশালপন্থিদের আইইডি বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

চলমান বছরে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনায় মোট ৮৫ জন মাওবাদী বিদ্রোহী প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে ৬৯ জন প্রাণ হারান বস্তার এলাকায়।

তথ্য: এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ঈশ্বরদীতে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

ঈশ্বরদীতে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

আ.লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের: প্রধান উপদেষ্টা

আ.লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের: প্রধান উপদেষ্টা